Wednesday, April 29, 2015

বউ

তোমরা হইলা বদের হাড্ডি
স্বামী মারতে খাটাও বুদ্ধি
স্বামীকে ফালাও মাইনকার চিপায়
স্বামীকে বাচাও আবার স্বার্থের কৃপায়

কথায় কথায় যদি মুখ ঝামটায়
কারণে বা অকারণে মারে কিবা খামচায়,
কিছু বললেই যদি দেয় দাঁত খিঁচুনি
কিংবা জামাইটাকে বেধে রাখে গামছায়।

জামাই বেচারা তবে করবে কি বলো আর?
দজ্জাল বউ থেকে নেই তার নিস্তার!
তাই তো সে ভয়ে ডরে হয়ে থাকে নির্বাক
আর বউ করে চলে অধিকার বিস্তার।

Saturday, April 25, 2015

এখনো আছে

গা ছমছম নিশি রাত
কে যায় ধরে গলি পথ
ক্লান্তিতে পা টলমলো
উদ্বভ্রান্ত এলোমেলো

বোঝে না যে অবুঝ মন
ফিরে আসে না বিগত ক্ষন
স্তব্দ হিম শীতল অন্ধকারে
হারানো অতিত খুজে ফেরে

হাতে হাত ধর বন্ধু সবার
সময় আসেনি বিদায়ের
এখনও অনেক বাকি দেবার
এখনও অনেক আছে পাওয়ার

নব চেতনা হবে দেখাতে
ডাকছে দিগন্ত ফিরে জাগাতে
নতুন দিনের শোনাও গান
দিধাহীন ভাবে ভরে দাও প্রান

Thursday, April 23, 2015

স্মৃতির দোলা

ছুটে চলা ত্রস্ত পায়ে
ছন্দ তুলে দীপ্ত পায়ে
দম বন্ধ ব্যাস্ত নগর
বধির সময় ক্লান্ত নজর

ছোট ছোট গল্প কথায়
খেই হারিয়ে অল্প কথায়
দুষ্ট হাসির চোখাচোখি
আদর মাখা মুখোমুখি

হবে দেখা এক চিলতে
চলার পথে পথ চলতে
খোরাখাতা যায় না ভোলা
মিষ্টি স্মৃতির হৃদয় দোলা

Wednesday, April 22, 2015

বৃষ্টিজল

আকুল আঁধার মেঘে ঢাকা
এলোমেলো বাতাসের ধোকা
চলাচল হয়েছে রুদ্ধ
ধুলো ভরা দৃষ্টি বদ্ধ

নেচে নেচে ছুটে চলে
সাদা মেঘ ঢেউ তুলে
ধূসর থেকে কালো হচ্ছে
হবে জল জমাট বাঁধছে

ধুয়ে যাবে পথ ঘাট
আর যাবে ক্ষেত মাঠ
মুছে যাবে কান্তি ও গ্লানি
স্নিগ্ধ হবে আমাদের ধরণী

Monday, April 20, 2015

হারিয়েছি

সব কিছু নয় তবু কিছু
তেমনটা নয় বিশেষ কিছু
চাই শুধু চাইতে চাই
তেমনটা নয় তবু চাই

কিসের কি চাই জানতে চাও
আমার ভিতর দেখতে কি পাও
কেমন করে দেখবে তুমি
আমার মাঝে তোমার আমি

শুধুই তোমায় আঘাত দিলাম
দুঃখের মাঝে কিযে পেলাম
পেলাম কিনা খুজতে গিয়ে
আমি তোমায় যাই হারিয়ে

এইত আছি বেশত আছি
ভালই আছি যেমন আছি
তোমায় ভালবেসে আমি
হারিয়েছি আমার যামি