Wednesday, July 12, 2017

তুমি এসো

আমার বাড়ি এসো পথিক বসতে দেবো পাতা
ঝরঝরিয়ে ঝরলে ঝরা মাথায় দেবো ছাতা।
কদম ফুলের মালা গেঁথে কণ্ঠে দেবো তুলে
তোমার মুখের স্নিগ্ধ হাসি ঝরবে ভেজা ফুলে।
হাত বাড়িয়ে আমটি পেড়ে দেবো তোমায় খেতে
গা এলাতে খেজুর পাতার পাটি দেবো পেতে।
আসবে পথিক, মনের ভুলে শান্ত ছায়াতলে?
এক বিকেলের গল্প হবো পদ্মদিঘির জলে।