Monday, August 17, 2015

নেশা

অস্থির চলাফেরা
নেশাচ্ছন্ন চাহুনি
এলোমেলো বাহুডোরা
অসংলগ্ন বাঁধুনী

সময় চলে যায়
নিশ্চুপ দোলাচল
চুমুকে নেমে যায়
হিম ঠান্ডা গরল

সুরেলা অফবিট
অবিনস্ত কথন
বেসুরা মনযোগ
সময়ের বন্ধন

নষ্ট কি সব

নষ্ট কথার ফুলঝুরি
নষ্ট আবেগে ভুল করি
নষ্ট ভাবনায় ডুবে থাকি
নষ্ট বেদনায় যায় ঝুকি

নষ্ট আদরে মাখামাখি
নষ্ট ভালবাসায় মুখ রাখি
নষ্ট জনের কাছে টানি
নষ্ট মনেরে যতনে দানি

নষ্ট নিয়মে চলাচল
নষ্ট অবয়বে শতদল
নষ্ট হতে যে নেই বাঁধা
নষ্ট না হতেই কষ্ট সাধা