Monday, August 17, 2015

নেশা

অস্থির চলাফেরা
নেশাচ্ছন্ন চাহুনি
এলোমেলো বাহুডোরা
অসংলগ্ন বাঁধুনী

সময় চলে যায়
নিশ্চুপ দোলাচল
চুমুকে নেমে যায়
হিম ঠান্ডা গরল

সুরেলা অফবিট
অবিনস্ত কথন
বেসুরা মনযোগ
সময়ের বন্ধন

No comments: