Tuesday, March 29, 2016

আমার দীঘি

তুমি কি জান দীঘি কেমন
আমি জানি তুমি জাননা
দীঘির প্রতিবিম্ব দেখতে
মেঘ মুক্ত আকাশ লাগে

আমিত আকাশ নই
ঘন কাল বিজলী ভরা
শীলা সহ বাদল আমি
শুধু ভাসিয়ে দিতে পারি

দীঘি তারপরও অবিচল
শুধু অথই স্তব্দ জল
তুমি কি জান দীঘি কেমন
তুমি কখনো দেখনি তাকে

আমি জানি দীঘির নিস্তব্ধতা
কেউ কি জানে তার গভীরতা
কি কোথায় আছে সযতনে
কার কি কখন প্রয়োজনে

আমি দেখি দীঘিকে
বলতে পারো প্রতিদিন
অপলক চেয়ে থাকি
দীঘি তুমি কি ভাবে পারো