তুমি কি জান দীঘি কেমন
আমি জানি তুমি জাননা
দীঘির প্রতিবিম্ব দেখতে
মেঘ মুক্ত আকাশ লাগে
আমিত আকাশ নই
ঘন কাল বিজলী ভরা
শীলা সহ বাদল আমি
শুধু ভাসিয়ে দিতে পারি
দীঘি তারপরও অবিচল
শুধু অথই স্তব্দ জল
তুমি কি জান দীঘি কেমন
তুমি কখনো দেখনি তাকে
আমি জানি দীঘির নিস্তব্ধতা
কেউ কি জানে তার গভীরতা
কি কোথায় আছে সযতনে
কার কি কখন প্রয়োজনে
আমি দেখি দীঘিকে
বলতে পারো প্রতিদিন
অপলক চেয়ে থাকি
দীঘি তুমি কি ভাবে পারো