আমি জানি একদিন
তুমি হারিয়ে যাবে
তাই বলিনি তোমাকে
আমার হৃদয়ের কথা
পথ চলতে দেখা
কিছু সময় পথচলা
কিছু ভাল সময়
কিছুটা হৃদয়ের বিনিময়
তুমি বোঝইনি কখনো
আমি বুঝতে দেইনি
জানতাম হারিয়ে যাবে
যাবেই চলে একদিন
আমি চাই আবার শুরু
বারবার ফিরেফিরে
কেন আমি ভুলিনি
আমি কি একাই
নাকি এভাবেই নিয়তি
জানতাম হারিয়ে যাবে