Thursday, August 17, 2017

নিঃসঙ্গতা

সাড়া দেওয়ার নজরানা
বড্ড বেশী দামী হয়ে গেছে,
হঠাৎ করেই,
থেমে গেছে আকুতির ঝড়।
ক্লোরোফিলের অভাবে
বিবর্ণ জীবন,
থেমে গেছে সংশ্লেষণ।
থেমে গেছে কোলাহলপূর্ণ
এক বন্দরের কাজ,
সুখের বিবরে আমদানি রপ্তানি
তলিয়ে যেত যার।

কাঁচা পাকা রোদে
ভাঙেনা আর স্বপ্নের সকাল,
উপুড় হয়ে পড়ে আছে
মাধবী বিকেল।
জীবনের বারোবেলা
ঝলসে গেছে
মসৃণ উদাসীনতায়।

চাঁদের প্রান্তর ঘেঁষে
হাঁটা হয়নি জোৎস্নার অন্ধকারে,
হয়নি দেখা বর্ধিঞ্চু
অন্তরের প্রশ্রয়।
এখন শুধু নিজের ভিতরে
নিজের ঘোরা ফেরা
নিঃসঙ্গতাকে নিয়ে বসত করা।