Thursday, May 31, 2018

Experience

Experience কিভাবে লিখবেন আজ তার কথা হবে।

Experience সবচেয়ে জরুরি বিষয় (নতুনদের জন্য নয়) একটা CV তে। কিভাবে লিখবেন? কেমন দেখতে হবে? কি কি থাকবে?

একটা কথা আগেই বলেছি প্রথমে বর্তমান বা সর্বশেষটা লিখবেন এরপর যথাক্রমে তার আগের বা পূর্বের লিখবেন। কোন অতিরিক্ত তথ্য দিয়ে এটাকে ভারি করা যাবে না। যা করেননি তা লিখবেন না। এই অংশ থেকেই মেজর প্রশ্ন করা হয়। এখানে তথ্য সন্নিবেশিত থাকলে প্রশ্ন সহজ হয় এবং কম হয়। এই অংশের উপর নির্ভর করে চাকরি পাবেন কি না। দেখা যাক কি থাকে এখানে।
প্রথমে কোন পদবীতে কাজ করছেন। যদি পদবী ভিন্ন ধরনের হয় তা হলে বন্ধনীর মধ্যে কোন পদবীর সম মর্যাদায় সেটা লিখে দেবেন।
তারপর প্রতিষ্ঠানের নাম, যদি গ্রুপে থাকেন তাহলে সেটাও জানাবেন।
এবার লিখবেন কতদিন কর্মরত আছেন বা ছিলেন।
এখন কিছুটা বর্ননা দিতে হবে। এটাই সবচেয়ে নাজুক বিষয়। এখানে বিন্দুমাত্র ভুল আপনাকে অপরাধী বানিয়ে দেবে। সুতরাং খুব সাবধানে। শুরুতে কম্পানির নাম এরপর কি ধরনের ব্যাবসায়ীক প্রতিষ্ঠান সেটা জানাবেন। কি কি কাজ করে এবং ঐ ব্যাবসায় অবস্থান। এবার লিখবেন আপনার কি দায়ীত্বে আছেন বা ছিলেন। কি কি করতে হত (এটা আপনার জব ডেসক্রিপশন থেকে নেবেন) কমন কাজগুলা খুব সংক্ষপে দেবেন। বিশেষ কাজগুলো হাইলাইট করবেন। কাকে রিপোর্ট করতেন এবং কারা আপনার কাছে রিপোর্ট করতো।

এখন বুঝতে পারছেন কোথায় ভুল করছিলেন।