Wednesday, April 29, 2015

বউ

তোমরা হইলা বদের হাড্ডি
স্বামী মারতে খাটাও বুদ্ধি
স্বামীকে ফালাও মাইনকার চিপায়
স্বামীকে বাচাও আবার স্বার্থের কৃপায়

কথায় কথায় যদি মুখ ঝামটায়
কারণে বা অকারণে মারে কিবা খামচায়,
কিছু বললেই যদি দেয় দাঁত খিঁচুনি
কিংবা জামাইটাকে বেধে রাখে গামছায়।

জামাই বেচারা তবে করবে কি বলো আর?
দজ্জাল বউ থেকে নেই তার নিস্তার!
তাই তো সে ভয়ে ডরে হয়ে থাকে নির্বাক
আর বউ করে চলে অধিকার বিস্তার।