বার বার টোকা দেবে আবেগে
ইচ্ছে হলে খুলে দিব সীমান্ত,
না হলে দাঁড়িয়ে রবে
অন্ধকার ঘেঁষে,
মেপে দেখবে একাকীত্বের গভীরতা।
ইচ্ছে হলে নক্ষত্র ফোঁটাবো করতলে
সহস্র শতদল হবে সাধনের সেবাদাস।
হরপ্পার টেরাকোটায় সাজানো হবে
সব অলিগলি,আদিম অভিলাষ।
ভাদ্রের পহেলা লালদিন হবে
এক বিনীত প্রণয় প্রহর।
বার বার ডাকবে,
ইচ্ছে হলে ফিরবো
না হলে মিলিটারির মত সড়কে পাহারা দেবে
শাশ্বত সম্পদ।
বারবার বলবে 'ভালবাসি, ভালবাসি'
ইচ্ছে হলে শুনবো
না হলে ভেসে যাবে
অবহেলার কোমল প্রলয়ে
সভ্যতার শিকার হবে জানি
খরগোশের ভীরুতায় পালাবে না তবু
মিটবে না আড়াল খোঁজার সাধ।