Monday, March 02, 2015

আসছে

কতদিন বল কতদিন
তোমাকে ছোঁয়ার জন্য
একটু আবেশ পাওয়ার

কখনও দিনগুলি বড়
কখনও রাতগুলি বড়
যখন অপেক্ষায় থাকি

ঘন্টার কাটা মিনিটের
হয়ে যায়, তুমি এলেই
এ কেমন অবিচার

দিনগুলি বড় হও
রাত আরো দীর্ঘ
আমার ভালবাসা আসছে