মনটা আমি দিচ্ছি তাকে
শরীরটা দেই অন্য বাঁকে
লুকোছাপা চলছে ভাল
সামলে চলি সব আগল
ঘুরে ফিরে যাচ্ছে দিন
শুধু মনের কাছেই ঋন
ছন্নছাড়া দিনগুলি মোর
কাটছে ভালই এই ঘোর
এভাবে আর কত দিন
সময় বয়ে হচ্ছে লীন
জবাব দেবার সময় হলো
উত্তর আজো অগোছালো
ধমক ধামক দিচ্ছি আজো
আর কতদিন সামলে যাবো
পরকিয়ার খেলাতে এই মজে
দুঃখ শুধু পেলাম কি হারজিতে