Wednesday, February 15, 2017

পরকিয়া

মনটা আমি দিচ্ছি তাকে
শরীরটা দেই অন্য বাঁকে
লুকোছাপা চলছে ভাল
সামলে চলি সব আগল

ঘুরে ফিরে যাচ্ছে দিন
শুধু মনের কাছেই ঋন
ছন্নছাড়া দিনগুলি মোর
কাটছে ভালই এই ঘোর

এভাবে আর কত দিন
সময় বয়ে হচ্ছে লীন
জবাব দেবার সময় হলো
উত্তর আজো অগোছালো

ধমক ধামক দিচ্ছি আজো
আর কতদিন সামলে যাবো
পরকিয়ার খেলাতে এই মজে
দুঃখ শুধু পেলাম কি হারজিতে