ফিরে তো একদিন যাবেই,
করোটিতে ফোঁটা নেশার ফুল কতদিন আর টাটকা থাকবে।
কতদিন আর প্রশস্ত আশাকে
জমিয়ে রাখবে
সংকীর্ণ চিলেকোঠায়।
ফিরে তো তুমি যাবেই।
পৃথিবীর সব পথ, সব গলি, আনাচেকানাচে ঘুরে
ক্লান্ত হয়ে
ফিরে যাবে।
কতদিন আর নক্ষত্রের মত জ্বলজ্বল করবে
কক্ষচ্যুত ইচ্ছে।
ফিরে তুমি যাবেই।
কত রাতকে খুঁড়ে খুঁড়ে
আর ভোর দেখবে।
ফিরে তোমাকে যেতেই হবে।
উর্বশী, রম্ভা আর মেনকাদের ভিড়ে
কতদিন নিজের ইচ্ছে গুলিকে
পাহারা দিয়ে রাখবে।
ফিরে তুমি যাবেই।