কষ্ট পুষি বুকের ভিতর
দিন গেলে যায় দিনের
যায় মুচড়ে আষ্টে পিষ্টে
হৃদয় জ্বলে দেখার কষ্টে
আমার আমার কি যা
ছিল কখন আমার তা
আমার কেন এতো কষ্ট
ভালবাসা এখন কি নষ্ট
ফিরেও চাইনি অন্য পাশ
ছিলনা কোন অভিলাষ
বার বার কেন দেখি প্যারিস
আমি কেন হব মেনিলাউস
কষ্ট পুষি বুকের ভিতর
রাত গেলে যায় রাতের
কেমন ভালবাসার চাষ
অবিরত কষ্টে বসবাস