মেঘাচ্ছন্ন আকাশ একচিলতে রৌদুর
এলোমেলো বাদল হটাৎ বাতাশ মন্থর
ঝকমকে রোদের ভিতর ছোট্ট কুয়াশা
ফিকে হওয়া সম্পর্ক আলতো ছোঁয়া
কি চাও তুমি পেতে খুজে
তোমার না আমার মাঝে
ফিরতে তুমি পারবে কি
যে দিন গেছে অবহেলে
দিয়েছ ঠেলে দুঃখ রাগ অসম্মানে
দেখেছো কি ভুল ছিল কোনখানে
অন্ধ তুমি কেন ছিলে কোন জনে
পেয়েছ কি সুখ খুজে সেই জনে
শিশির ভেজা হাওয়া যে নয় একা
কাটছে নিয়ে অশ্রু মাখা অপেক্ষা
রং দেখে দিন যে গেছে অবহেলে
ফিরবে কি যে দিন গেছে অতলে