একজন বাবা কাজের শেষে
দিনান্তে স্কুলের নোটিসবোর্ডে
আতিপাতি করে সল্প আলোয়
ঝাপসা চোখে সন্তানের রোল
খুজচ্ছেন উন্নীত হল কিনা?
একজন বাবা বাসায় ফিরে
দিনের ক্লান্তি ঢেকে সন্তানকে
পড়াতে বসান আসছে দিনের
কথাভেবে আসায় আসায়
ক্ষন গুনে যান অপেক্ষায়
একজন বাবা শিয়রে দাড়িয়ে
অসুস্থ সন্তানের মাথায় হাত
বুলিয়ে কত কথায় প্রবোধ
সন্তানের জন্য কত উদ্দেগ
কাউকে বুঝতে দেন না
তার কি নিজের কি চাওয়া