Saturday, May 28, 2016

নোমাদ

ছায়াহীন নোমাদ আমি
আমি নিশিথ রাতের যাত্রী
দিগন্ত বিস্তৃত পথ আমার
অন্ধকারে ছুটে চলা সান্ত্রী

কতটুকু শুনেছ তুমি
পশুদের আর্তনাদ গোঙানী
ছোপ ছোপ রক্তাক্ত পথ
শুনতে কি পাও পদধ্বনি

শুধু সামনে ছুটে চলা নিরন্তর
কখনও জানতে চেও না গন্তব্য
সঙ্গী হয় ধুসর বুনো নেকড়ে
মুহূর্ত ভুলে মালভূমিতে নিস্তব্ধ

কেন আমাকে বাঁধ সংসারের মায়ায়
খোলা আকাশের নিচে যে নিদ্রা যায়
রক্তে যার গন্তব্য হীন ছুটে চলার নেশা
তাঁকে দিয়ে কি লাভ শরীরের ক্ষেত চষা

তুলে নাও তোমার পাওনা টুকুন
যেভাবে যতটুকু কড়ায় কন্ডায়
আবার কখনও সুযোগ পাবে কিনা
কোন দিন নোমাদের পথ চলায়

মরিচিকা

মিছে শুধুই তিক্ত রক্ত ক্ষরন
যাচ্ছে চলে যাক না যে ভাবে
আরতো মাত্র কয়েকটা দিন
চলুক যে তার মত সে ভাবে

পুড়ে পুড়ে হয় না সোনা
কয়লা শেষ হয় ছাইয়ে
কষ্ট তুমি একাই পাবে
জ্বলবে শুধু তপ্ত আঁচে

যুঝবে তুমি তোমার সনে
অহর নীশি তোমার মনে
আগল তুমি বন্ধ রেখে
নষ্ট হবে তোমার রোখে

কাকে খোঁজ কার মাঝে
কি খোঁজ সকাল সাঁঝে
কি দিয়ে কাকে বোঝাও
কেউতো হারায় নি কোথাও

অনেকেই চেয়েছে হারাতে
আজও কেউ বসে মায়াতে
হারিয়েছ তুমি শুধু মরিচিকায়
কখনো ভেবেছ সে কি চায়