Saturday, May 28, 2016

মরিচিকা

মিছে শুধুই তিক্ত রক্ত ক্ষরন
যাচ্ছে চলে যাক না যে ভাবে
আরতো মাত্র কয়েকটা দিন
চলুক যে তার মত সে ভাবে

পুড়ে পুড়ে হয় না সোনা
কয়লা শেষ হয় ছাইয়ে
কষ্ট তুমি একাই পাবে
জ্বলবে শুধু তপ্ত আঁচে

যুঝবে তুমি তোমার সনে
অহর নীশি তোমার মনে
আগল তুমি বন্ধ রেখে
নষ্ট হবে তোমার রোখে

কাকে খোঁজ কার মাঝে
কি খোঁজ সকাল সাঁঝে
কি দিয়ে কাকে বোঝাও
কেউতো হারায় নি কোথাও

অনেকেই চেয়েছে হারাতে
আজও কেউ বসে মায়াতে
হারিয়েছ তুমি শুধু মরিচিকায়
কখনো ভেবেছ সে কি চায়

No comments: