Thursday, February 14, 2019

ভালোবাসি বৃষ্টিকে

আমি বর্ষাকে নয় বৃষ্টিকে ভালবাসি
বর্ষা চঞ্চল, উচ্ছল, সব কিছু বেশি বেশি
বৃষ্টি স্নিগ্ধ, মন বোঝে, সব উজাড় করে
আমার প্রতিটা স্তবক যেন তার কত চেনা

আমি বর্ষাকে নয়, বৃষ্টিকে ভালবাসি
বর্ষাতো আমার একার নয়, সে সবার
বৃষ্টি একান্তভাবেই আমার, শুধু আমার
আমি যেভাবে চাই সে সেভাবেই শুধু

আমি বর্ষাকে নয়, বৃষ্টিকে ভালবাসি
বর্ষা যেন অবারিত ফসলের মাঠ দিগন্তের
বৃষ্টি আমার সাজানো বাগান একন্তে মুগ্ধতার
যেখানে আমার পদচারণ একান্তই নিজের মত

আমি বর্ষাকে নয়, বৃষ্টিকে ভালবাসি
বর্ষা কখনো আমার, তার অথবা অন্যকারো
বৃষ্টি ছলনা জানেনা, শুধু আষ্টেপৃষ্টে ভালবাসা
এতো পাওয়ার পরও আমি কেন বর্ষাকে চাই