আকুল আঁধার মেঘে ঢাকা
এলোমেলো বাতাসের ধোকা
চলাচল হয়েছে রুদ্ধ
ধুলো ভরা দৃষ্টি বদ্ধ
নেচে নেচে ছুটে চলে
সাদা মেঘ ঢেউ তুলে
ধূসর থেকে কালো হচ্ছে
হবে জল জমাট বাঁধছে
ধুয়ে যাবে পথ ঘাট
আর যাবে ক্ষেত মাঠ
মুছে যাবে কান্তি ও গ্লানি
স্নিগ্ধ হবে আমাদের ধরণী
No comments:
Post a Comment