Monday, April 20, 2015

হারিয়েছি

সব কিছু নয় তবু কিছু
তেমনটা নয় বিশেষ কিছু
চাই শুধু চাইতে চাই
তেমনটা নয় তবু চাই

কিসের কি চাই জানতে চাও
আমার ভিতর দেখতে কি পাও
কেমন করে দেখবে তুমি
আমার মাঝে তোমার আমি

শুধুই তোমায় আঘাত দিলাম
দুঃখের মাঝে কিযে পেলাম
পেলাম কিনা খুজতে গিয়ে
আমি তোমায় যাই হারিয়ে

এইত আছি বেশত আছি
ভালই আছি যেমন আছি
তোমায় ভালবেসে আমি
হারিয়েছি আমার যামি

No comments: