আবেগে আবেশে হারাই
মনের আবীরে রাঙাই
বাঁধভাঙ্গা ঢেউ ছুয়ে যাই
বাঁধনহারা মন জুড়াই
রামধনু রং আকাশ জুড়ে
মেঘের ভেলায় পাল তুলে
নিয়ে যায় আজি মন ভুলায়
হারায় এ মন কোন দোলায়
তোমাতে আজ মিলাই আমি
এক হয়ে যাই এক সুরে
কোন ভুবনে আজ দুজনে
কোন আলোতে কোন দুরে
চাইনা পেতে অন্য কিছু
যখন তোমার মন দুলছে
মনের নেশায় বুদ হয়ে
পথ হারিয়ে মন মিলেছে
No comments:
Post a Comment