কি জানি বল কি ভাবে
কি যেন ভাব কি কাজে
কি যে করি কি মনে
কি যে ভাবি কার তনে
সময় যে যায় চলে
সে আপন ছন্দ তুলে
অশ্রুঝরা আঘাতে আঘাতে
মনের ক্ষত বেড়ে চলে
বয়ে যায় না বলা কথা
নিকষ কাল ঢেউ তুলে
কিভাবে বোঝাব তোমাকে আজ
দহনে দহনে কয়লা হয়েছি আমি
নিখাদ নিরাকার পাষাণ খুড়ে
কতটা হিরা খুজে পাবে তুমি
No comments:
Post a Comment