Wednesday, March 11, 2015

আজান

ফজরের আজান আমাকে জানায়
আর একটা নেয়ামতময় দিন শুরু হল
জাগো ওঠ তোমার দিন শুরু কর।
জোহরের আজান আমাকে জানায়
আলোকিত দিনের অর্ধেক শেষ
বাকিটুকুর জন্য প্রস্তুতি নেওয়ার।
আসরের আজান আমাকে জানায়
দিনের কাজ শেষের পথে
অপেক্ষা কর মহিমাময় রাতের জন্য।
মাগরিবের আজান আমাকে জানায়
নেয়ামতময় দিনে কি পেলে আর
কি দিলে আর কি বাকি থেকে গেল।
এশার আজান আমাকে জানায়
মহিমাময় রাতকে কিভাবে আরও
মহিমাময় করা যায় তার জন্য অগ্রসর হতে।
আমি যেখানে থাকি সেখানে শোনাযায় আজান
আমার মত বল আর কে আছে সৌভাগ্যবান
আফসোস তার জন্য যে আজান শুনতে অপারগ
আমাকে যেন না যেতে হয় যেখানে আজান না হয়

No comments: