ছুটে চলা ত্রস্ত পায়ে
ছন্দ তুলে দীপ্ত পায়ে
দম বন্ধ ব্যাস্ত নগর
বধির সময় ক্লান্ত নজর
ছোট ছোট গল্প কথায়
খেই হারিয়ে অল্প কথায়
দুষ্ট হাসির চোখাচোখি
আদর মাখা মুখোমুখি
হবে দেখা এক চিলতে
চলার পথে পথ চলতে
খোরাখাতা যায় না ভোলা
মিষ্টি স্মৃতির হৃদয় দোলা
No comments:
Post a Comment