গা ছমছম নিশি রাত
কে যায় ধরে গলি পথ
ক্লান্তিতে পা টলমলো
উদ্বভ্রান্ত এলোমেলো
বোঝে না যে অবুঝ মন
ফিরে আসে না বিগত ক্ষন
স্তব্দ হিম শীতল অন্ধকারে
হারানো অতিত খুজে ফেরে
হাতে হাত ধর বন্ধু সবার
সময় আসেনি বিদায়ের
এখনও অনেক বাকি দেবার
এখনও অনেক আছে পাওয়ার
নব চেতনা হবে দেখাতে
ডাকছে দিগন্ত ফিরে জাগাতে
নতুন দিনের শোনাও গান
দিধাহীন ভাবে ভরে দাও প্রান
No comments:
Post a Comment