তুমি যে আছো বলেই
জোনাকি জ্বালে বাতি
মাখামাখি জোসনায়
চাদনী আলোয় মাতি
তুমি যে আছো বলেই
সুবে-সাদিকেই শুরু দিন
ভোরের বাতাশে তানপুরা
বেহাগে শিক্ত হয় জমিন
তুমি যে আছো বলেই
দুপর রোদে তাপে তপ্ত
দরজা জানালা দিয়ে
লু হাওয়া শরীর উন্মুক্ত
তুমি যে আছো বলেই
বিকেল হয় স্নিগ্ধ মাখা
চোখে চোখে ভালবাসা
আলতো হাতে হাত রাখা
তুমি যে আছো বলেই
আমিতে আছি প্রতিক্ষণ
আছে আগামি প্রতিশ্রুতি
আসবে আর একটা দিন
No comments:
Post a Comment