Friday, March 20, 2015

মন মিলেছে

আবেগে আবেশে হারাই
মনের আবীরে রাঙাই
বাঁধভাঙ্গা ঢেউ ছুয়ে যাই
বাঁধনহারা মন জুড়াই

রামধনু রং আকাশ জুড়ে
মেঘের ভেলায় পাল তুলে
নিয়ে যায় আজি মন ভুলায়
হারায় এ মন কোন দোলায়

তোমাতে আজ মিলাই আমি
এক হয়ে যাই এক সুরে
কোন ভুবনে আজ দুজনে
কোন আলোতে কোন দুরে

চাইনা পেতে অন্য কিছু
যখন তোমার মন দুলছে
মনের নেশায় বুদ হয়ে
পথ হারিয়ে মন মিলেছে

খুজে পাবে

কি জানি বল কি ভাবে
কি যেন ভাব কি কাজে

কি যে করি কি মনে
কি যে ভাবি কার তনে

সময় যে যায় চলে
সে আপন ছন্দ তুলে

অশ্রুঝরা আঘাতে আঘাতে
মনের ক্ষত বেড়ে চলে
বয়ে যায় না বলা কথা
নিকষ কাল ঢেউ তুলে

কিভাবে বোঝাব তোমাকে আজ
দহনে দহনে কয়লা হয়েছি আমি
নিখাদ নিরাকার পাষাণ খুড়ে
কতটা হিরা খুজে পাবে তুমি

Wednesday, March 11, 2015

আজান

ফজরের আজান আমাকে জানায়
আর একটা নেয়ামতময় দিন শুরু হল
জাগো ওঠ তোমার দিন শুরু কর।
জোহরের আজান আমাকে জানায়
আলোকিত দিনের অর্ধেক শেষ
বাকিটুকুর জন্য প্রস্তুতি নেওয়ার।
আসরের আজান আমাকে জানায়
দিনের কাজ শেষের পথে
অপেক্ষা কর মহিমাময় রাতের জন্য।
মাগরিবের আজান আমাকে জানায়
নেয়ামতময় দিনে কি পেলে আর
কি দিলে আর কি বাকি থেকে গেল।
এশার আজান আমাকে জানায়
মহিমাময় রাতকে কিভাবে আরও
মহিমাময় করা যায় তার জন্য অগ্রসর হতে।
আমি যেখানে থাকি সেখানে শোনাযায় আজান
আমার মত বল আর কে আছে সৌভাগ্যবান
আফসোস তার জন্য যে আজান শুনতে অপারগ
আমাকে যেন না যেতে হয় যেখানে আজান না হয়

Wednesday, March 04, 2015

হিসাব করে

আজ আমার মন ভাল নেই
আজ আর কথা নাই বলি
থাক না কিছু জমার খাতায়

থাক না কিছু বাকির খাতায়
আর কত দিন দিন গুনে
পথচলা পথেঘাটে চলতি পথে

সবকিছু কি হিসাব মানে
হিসাব দিয়ে হিসাব নিয়ে
মন চলে কি হিসাব করে

Monday, March 02, 2015

আসছে

কতদিন বল কতদিন
তোমাকে ছোঁয়ার জন্য
একটু আবেশ পাওয়ার

কখনও দিনগুলি বড়
কখনও রাতগুলি বড়
যখন অপেক্ষায় থাকি

ঘন্টার কাটা মিনিটের
হয়ে যায়, তুমি এলেই
এ কেমন অবিচার

দিনগুলি বড় হও
রাত আরো দীর্ঘ
আমার ভালবাসা আসছে