Wednesday, April 04, 2018

মৌনতা

তোমার মৌনতা ছুয়েছে আমাকে
তোমাকে কাছে না পাওয়াতে
তোমার কান্না স্পর্শী করে
প্রজাপতির ঝাপ্টানো ডানায়
তুমি শুনিতে কি পাও
আমি আজও কেঁদে ফিরি
আমি আজ মুকতায় মগ্ন
শুধুই তোমার মৌনতায়
আমাকে কথা বলতে দাও
বলতে দাও অব্যক্ততার সাথে
আলোর ঝর্নাধারার মত
যেমন পবিত্র ঘন্টাধ্বনি
তুমিতো মিশে আছো
আঁধারে মৌনতায় প্রকৃতিতে
তোমার অব্যক্ততা মিশে আছে
তারায় তারায় দুরে বহু দুরে
আমি মিশে আছি মৌনতায়
তুমি কি আমার হবে কখনো

No comments: