Tuesday, April 03, 2018

তারা

যখন আমি তোমার
পানে চেয়ে থাকি
তখন মনে হয় আমি
পলকহীন হয়ে যাই
হে দুর বহু দুরের তারা
আপন দূতিকায় সমুজ্জ্বল
আমি জানি তুমি
হয়ত আজ কালের সাক্ষী
সেই শত সহস্র বছরের
ভরা যৌবনের আলো
এখন আমার চোখে
তুমি যেখানেই থাক
আমার কাছে দ্বীপ্তিময়

No comments: