Tuesday, August 02, 2016

গল্প-৪

দুই বন্ধু প্রতিদিন বিকালে নৌকা ভাড়া নিয়ে মাছ শিকারে বের হয় …
আজ তাদের ভাগ্য বড়ই প্রশন্ন, মাত্র এক ঘন্টা এর মধ্যে ৩০-৩৫ টা মাছ ধরতে পারল এবং আশেপাশে ভাল করে তাকিয়ে দেখে বুঝতে পারল এই জায়গাটা এখনও অপর শিকারীদের কাছে অপরিচিত।
প্রথম বন্ধু: এটা মাছ ধরার জন্যে খুবই ভাল তুই এই স্হানটা ভালভাবে চিহ্ন দিয়ে রাখ।
দ্বিতীয় বন্ধু: ঠিক আছে।
.
পরদিন ঘাটে এসে …
প্রথম বন্ধু : গতকালকের জায়গাটা চমৎকার ছিল, চল ওখানে সরাসরি যাই। তুই ভাল ভাবে চিহ্ন দিয়ে রেখেছিলিতো?
দ্বিতীয় বন্ধু : অবশ্যই, আমি নৌকার নীচে এমনভাবে “X” চিহ্ন দিয়ে রেখেছি যাতে পানিতে কোনভাবে ধুয়েযেতে না পারে।
প্রথম বন্ধু : (বন্ধুর বোকামী দেখে হতবাক) ওরে গাধা, এটা কি করেছিস? আজ আমরা যে ঐ নৌকা ভাড়া পাব তোকে কে নিশ্চিত করেছে।

মোরাল অব দ্যা ষ্টোরী …
সঠিক সিদ্ধান্ত ও সঠিকভাবে কাজের সমন্নয়ের অভাব আপনার সর্বোচ্চ পরিশ্রমকে অনেক সময় হাস্যকর করে তুলতে পারে।

No comments: