Thursday, April 07, 2016

কৌতুক ১

বিবাহিতা মহিলাদের সেমিনার চলছে.....!!!

তাদেরকে বলা হল, "আপনারা সবাই আপনাদের স্বামীদের মোবাইলে I Love You মেসেজ করবেন এখনি। যার সবচেয়ে ভালো রিপ্লাই আসবে তাকে সারপ্রাইজড গিফট দেয়া হবে।

সবাই তাদের স্বামীদের I Love You মেসেজ করল।
কিছুক্ষণ পর তাদের মোবাইলে এই রকম রিপ্লাই আসলোঃ

১. ডার্লিং তোমার শরীর ঠিক আছেতো..?

২. বাড়িতে টাকা শেষ হয়ে গেছে..?

৩. তুমিকি তোমার বাপের বাড়ি গিয়েছো..?

৪. আজকেকি বাড়িতে খাবার বানাও নি..?

৫. তোমার মতলবটা কি..?

৬. তুমি স্বপ্নের মধ্যে আছো, না আমি স্বপ্ন দেখছি..?

৭.পার্টিতে কারো জুয়েলারি পছন্দ হয়েছে..?

৮. অফিসে বহুত টেনশনে আছি আর তুমি কি শুরু করলে..?

৯. আজকেও আবার গাড়ি কিছুর সাথে লাগিয়েছো..?

১০. কত্তবার তোমাকে বলছি যে সিরিয়াল দেখো না..?

যিনি সারপ্রাইজড গিফট পেলেন তার রিপ্লাইটা ছিল,
.
.
.

১১. এই !! কে রে তুই !!

No comments: