কথা : মুকুল দত্ত
সুর : হেমন্ত মুখোপাধ্যায়
শিল্পী : হেমন্ত ও লতা
যাবার বেলায় পিছু থেকে ডাক দিয়ে
কেনো বলো কাদালে আমায়
আমার এ মন বুঝি মন নয়।।।
যাবার বেলায়...................
হাসি আর গানে গানে এতোদিন
ফুল ফোটানোর খেলা চলেছিলো
যে কাটা রয়েছে বিধে মরমের মাঝে
তার কথা মন ভুলেছিলো,
ব্যাথায় ব্যাথায় তাকে মনে পরে যায়
যাবার বেলায়.......
সৃতির আকাশ থেকে কনোদিন
হয়তো আমায় তুমি মুছে দেবে
স্বপ্নের রংয়ে যত ছবি আকা হলো
চোখের জলেতে ভেসে যাবে,
যা কিছু গিয়েছে পাওয়া সে আমার নয়।
যাবার বেলায়........
No comments:
Post a Comment