অফিস দূষনে আক্রান্ত লোকের সংখ্যা দ্রুত বাড়ছে। ধারনা করা হচ্ছে যে, কাজের পরিবেশগত কারনে আক্রান্ত লোকের সংখ্যা প্রায় ৭০ লক্ষ এবং প্রতি ১০ জন অফিস কর্মীর মধ্যে ৪ জন কাজের সাথে সম্পর্কিত এলার্জিতে ভোগেন।
প্রধান সমস্যা হচ্ছে বাতাসের কোয়ালিটি ও ইলেক্ট্রোমেগনেটিক দূষন। ফটোকপি, প্রিন্টার, ফ্যাক্স মেশিন আভন্তিরিন ওজন স্তরের জন্য ক্ষতিকর এবং কম্পিউটারও এবং এই সবগুলি অপরিশোধনযোগ্য ক্ষতি করে।
কোন কোন অফিস কর্মী বিভিন্ন পণ্য এবং কার্পেট ও চেয়ার থেকে সুক্ষ ময়লা/কীট পরিস্কার করার সময় এলার্জির সৃষ্টি করেন। ময়লা অথবা তেলচটচটে বস্তু স্পর্শ করলে বা খোলা জানালায় যানবাহনের দূষিত হাওয়ার সংস্পর্শে এলে চর্ম রোগ হবার আশংঙ্কা / সম্ভাবনা থাকে।
এ সমস্ত বিল গুলো সিক লিভ এর সাথে যুক্তহয়।
রোধের উপায়- ভেন্টিলেশনের সু ব্যবস্থা, অফিস ধুলো মুক্ত ও পরিচ্ছন্ন রাখা, ফার্নিচারে কাপড়ের ব্যবহার পরিহার করা, ষ্টোর এলাকা ঢেকে রাখা।
প্রধান সমস্যা হচ্ছে বাতাসের কোয়ালিটি ও ইলেক্ট্রোমেগনেটিক দূষন। ফটোকপি, প্রিন্টার, ফ্যাক্স মেশিন আভন্তিরিন ওজন স্তরের জন্য ক্ষতিকর এবং কম্পিউটারও এবং এই সবগুলি অপরিশোধনযোগ্য ক্ষতি করে।
কোন কোন অফিস কর্মী বিভিন্ন পণ্য এবং কার্পেট ও চেয়ার থেকে সুক্ষ ময়লা/কীট পরিস্কার করার সময় এলার্জির সৃষ্টি করেন। ময়লা অথবা তেলচটচটে বস্তু স্পর্শ করলে বা খোলা জানালায় যানবাহনের দূষিত হাওয়ার সংস্পর্শে এলে চর্ম রোগ হবার আশংঙ্কা / সম্ভাবনা থাকে।
এ সমস্ত বিল গুলো সিক লিভ এর সাথে যুক্তহয়।
রোধের উপায়- ভেন্টিলেশনের সু ব্যবস্থা, অফিস ধুলো মুক্ত ও পরিচ্ছন্ন রাখা, ফার্নিচারে কাপড়ের ব্যবহার পরিহার করা, ষ্টোর এলাকা ঢেকে রাখা।
No comments:
Post a Comment