- আচ্ছা তোমার কোনটা পছন্দ
রাঁধাচুড়া নাকি কৃষ্ণচুড়া?
- আমার পছন্দ গোলাপ
- ঠিক করে বল যা জানতে চাই?
- সঠিক উত্তর শুভ্র সাদা বেলী
- তুমি কথা ঘুরাচ্ছো কেন?
- কথা ঘুরাচ্ছি কোথায়
তোমার রাঁধা আর কৃষ্ণ থাকে সেই চুড়ায়।
- আর তোমার পছন্দের ফুলেরা?
- তারা থাকে নাগালের ভিতর
এইতো হাত বাড়ালেই ছোঁয়া যায়।
- সত্যি করে বল কেন গোলাপ?
- আমার যখন মন ভাল থাকে
তখন সবটাই গোলাপ।
- আর বেলী?
- যখন আমার হৃদয় আবেশে ভরে যায়
আমি নিজেই হই বেলী
- আর যখন তোমার মন খারাপ হয়?
No comments:
Post a Comment