Monday, July 22, 2019

কি খুঁজ

তোমায় একদিন নিয়ে যাব হাত ধরে
দেখাতে রক্তের জলপ্রপাত
ঠিক কোথায়
তুমি তারপর খুঁজে দেখো
এর উৎস পেয়ে যাবে একদিন
প্রপাতের দাগের শেষ
কিন্তু কখনো বুঝবে না
কেন এত নিঃশব্দ
সবইতো চলছে
যে যার নিয়মের বেড়াজালে
কোথায় হারিয়ে গেল
উচ্ছল উদ্দাম চঞ্চলতা
এইতো সেদিনও
অবগাহনের কথা চলছিল
হওয়ার কথা ছিল পাহাড়ি নদী
ছলাৎছলাৎ শব্দে মুখর
আঁজলে ভরে নিজের
মুঠোয় আকাশ ধরার
কখনো জন্মাবে না শেওলা
রংবেরঙের বাহারি লতাপাতায়
ভরে থাকবে দুই পাড়
কেমন করে এমন হল
জানতে শুধু নিজেকেই প্রশ্ন কর
তাকিয়ে দেখ নিজের দিকে
তুমিতো চলে গিয়েছ
পাহাড় থেকে অরন্যের খোঁজে
পেয়েছো কি অরন্যের খোঁজ
নাকি তেপান্তরের মাঠেই
পথ হারিয়ে ফিরে এলে


No comments: