তোমায় একদিন নিয়ে যাব হাত ধরে
দেখাতে রক্তের জলপ্রপাত
ঠিক কোথায়
তুমি তারপর খুঁজে দেখো
এর উৎস পেয়ে যাবে একদিন
প্রপাতের দাগের শেষ
কিন্তু কখনো বুঝবে না
কেন এত নিঃশব্দ
সবইতো চলছে
যে যার নিয়মের বেড়াজালে
কোথায় হারিয়ে গেল
উচ্ছল উদ্দাম চঞ্চলতা
এইতো সেদিনও
অবগাহনের কথা চলছিল
হওয়ার কথা ছিল পাহাড়ি নদী
ছলাৎছলাৎ শব্দে মুখর
আঁজলে ভরে নিজের
মুঠোয় আকাশ ধরার
কখনো জন্মাবে না শেওলা
রংবেরঙের বাহারি লতাপাতায়
ভরে থাকবে দুই পাড়
কেমন করে এমন হল
জানতে শুধু নিজেকেই প্রশ্ন কর
তাকিয়ে দেখ নিজের দিকে
তুমিতো চলে গিয়েছ
পাহাড় থেকে অরন্যের খোঁজে
পেয়েছো কি অরন্যের খোঁজ
নাকি তেপান্তরের মাঠেই
পথ হারিয়ে ফিরে এলে
Some people will think like you. Some people will never think like you. This is life. We are not same. This is reality. অনেকজন পাবেন যারা আপনার মত ভাবেন। আবার অনেকজন আপনার মত ভাবেন না। এটাই জীবন। আমরা কেউ এক রকম নই। এটাই বাস্তবতা।
Monday, July 22, 2019
কি খুঁজ
Subscribe to:
Posts (Atom)