বলতে চেয়েছিলাম কি
অনেক ভেবে কোন কিছুই
বের করতে পারলাম না
শুধু স্মৃতি হাতড়ানোই সার হোল
ভাল থেকো খুব ভাল থেকো
কোন কিছু বলার দরকার নেই
আমি উত্তর চাইনি কখনও
কিছু বেড়ে বেশি হলে উপচে পড়ে
সেরকমই শুধু দীর্ঘশ্বাস শব্দহীন
স্মৃতি কখনও ঝরে যায় না
শুধুই অবধারিত বোঝা হবে
বেহায়া হয়ত তাই এখনও চাই
ভালই লাগে নিজের বেহায়াপনা
তোমার খারাপ চাইতে আজও কুন্ঠিত
ভাল থেকো খুব খুব ভাল থেকো
ভাল থাকার সংগা কি তুমি নিজেই জাননা
যা করছ তাতে শুখি করতে পারবে না।
মরিচিকার জগতের বাইরে কখনও
সময় পেলে এসে দেখো তোমার
অপেক্ষায় ঠায় দাড়িয়ে আছি
ভাল থেকো খুব খুব খুব ভাল থেকো
Some people will think like you. Some people will never think like you. This is life. We are not same. This is reality. অনেকজন পাবেন যারা আপনার মত ভাবেন। আবার অনেকজন আপনার মত ভাবেন না। এটাই জীবন। আমরা কেউ এক রকম নই। এটাই বাস্তবতা।
Wednesday, April 25, 2018
ভাল থেকো
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment