Thursday, November 02, 2017

অব্যক্ততা

বলার ছিল কিছু বলা যাবে না
বুকের ভিতর ডুকরে ডুকরে
আটকে আছে দলা পাকিয়ে
গলার কাছে খাচ্ছে কুরেকুরে

অনেক কিছু দেখানোর ছিল
সময়ের অভাব দেখানো যাবে না
চালচিত্র ছবিগুলো ঝাপসা হয়
কি ছিল তা আর বোঝা যাবে না

বোঝাতে চেয়েছি কিছু অব্যক্ততা
বোঝাতে পারিনা যা আছে মনে
সময় বয়ে যায় আপনারে লয়ে
যুঝতে যুঝতে কাটে সুর লয় তানে

অন্তন সময় নিয়ে আসিনি আমি
তবু কেন কিসের দ্বিধা সংশয় মনে
পার হয়ে যায় সময়ের প্রবল স্রোত
অসহায় লাগে বড় ক্লান্ত আজ রনে

No comments: