মন খারাপের বারন্দায় বসে
এই হটাৎ এমন কেন কিসে
কেন পাই না খুঁজে তার দেখা
ছিল কি দেখা হওয়ার কথা
তবে কেন মনে দুঃখ বিলাস
আসে কেন বড় বড় দীর্ঘশ্বাস
পাইনা ভেবে ছন্নছাড়া ছল
মিছেই হচ্ছি ভেবে নাকাল
অতিত অতিত খেলি নিজে
মনের সাথে মনে ছল চাতুরী
পাওনা দেনা এতোই বুঝি
বুঝিনা নিজের গড়া আতুরি
দিন গেল যে দিনের পরে
মিছে মিছি অলিক ধরে
সামনে চলি সামলে জেগে
ভবের বেলা শেষের আগে
No comments:
Post a Comment