মরেছ তুমি ডুবেছ তুমি
মরমে মরমে জ্বলেপুড়ে
না দেখা যায় সে আগুন
সব কিছু ছাই করে ছাড়ে
উথালী পাথালি করে সদা মন
কেন দেখা দেয় না সেই জন
যে টুকু দেখা ভরে না দু নয়ন
দিবানিশি প্রেমে মজেছে মন
ইতিউতি করে মন সারাক্ষণ
কখন পরশে দরশে উচাটন
অপেক্ষা প্রহর হয় না যাপন
অদেখায় বড় ছটফট তনুমন
অতুষ্ট হয়ে রয় যাপিত জীবন
প্রেম মোহে আলিঙ্গনে সমন
জানিনা হবে কবে সে মিলন
না কি রয়ে যাবে অতৃপ্ত মন
No comments:
Post a Comment