Sunday, June 05, 2016

অতৃপ্তি

জানতে না দেওয়া ব্যাথা
ভুলে যাওয়া ভুলে থাকা
মনের অনলে পুড়ে পুড়ে
আর্তিটুকু গোপন রাখা

কতটুকু পুড়লে থাকবেনা ছাই
বাস্প হয়ে উবে যাবে বাতাসে
খুজে পাওয়া যাবে না কখনো
মিলিয়ে যাবে হয়তো নিশ্বাসে

এখানেই শেষ নয় চিরতরে
শুধু হাহাকার থেকে যাবে
অতৃপ্তি নিয়ে জীবনের তরে
ফিসফিস করে চুপে নিরবে

নিমগ্ন হয়ে যদি দেখ রাতে
খসে পড়া তারাদের ভিড়ে
শোনা যাবে যদি কান পাত
তোমারই মনের অতৃপ্ত নীড়ে

Friday, June 03, 2016

এ কোন মন

মরেছ তুমি ডুবেছ তুমি
মরমে মরমে জ্বলেপুড়ে
না দেখা যায় সে আগুন
সব কিছু ছাই করে ছাড়ে

উথালী পাথালি করে সদা মন
কেন দেখা দেয় না সেই জন
যে টুকু দেখা ভরে না দু নয়ন
দিবানিশি প্রেমে মজেছে মন

ইতিউতি করে মন সারাক্ষণ
কখন পরশে দরশে উচাটন
অপেক্ষা প্রহর হয় না যাপন
অদেখায় বড় ছটফট তনুমন

অতুষ্ট হয়ে রয় যাপিত জীবন
প্রেম মোহে আলিঙ্গনে সমন
জানিনা হবে কবে সে মিলন
না কি রয়ে যাবে অতৃপ্ত মন