দোল দে দোল মন দোল
মন কি পায় নিজে দোল
নাকি আপন ছন্দে দোল
দোল মনে দে কোন দোল
কত ছন্দে আর কত লয়ে
কত কথা মালা সজতনে
নেচে যায় আপন লহরীতে
দোল দিয়ে যায় অবগুন্ঠনে
মন নিয়ে মন দিয়ে করে খেলা
মনের ভিতরে মন নিয়ে জালা
কি যে পুলকে পুলকিত মন
খেলা করে মনে আপনজন
সময় যে থমকে দাঁড়ায়
ফিরে ফিরে দেখে যায়
দোলা দেয়া মন আপনে
হৃদয় হারিয়ে খুশি মনে