Saturday, April 30, 2016

দেয়ালে লেখার প্রাণ

বৃত্তের বাইরে বেরোতে পারি না
তবু তাকে চেনার চেষ্টা করি
তার ভিতরে ঘুরপাক খাই
ঘুরতে ঘুরতে বারবার
দেয়ালগুলোতে ধাক্কা লাগে
ঠান্ডা, নিষ্প্রাণ, বিশাল, স্যাঁতস্যাঁতে
ইট-পাথরের দেয়ালগুলো
আর দুরের মনে হয় না
কবে যেন সেগুলো শেকড়
গড়ে নিয়েছে সত্বার গভীরে
সেখানে মনের চেনা-অচেনা
অস্পষ্ট অনুভুতিগুলো
খোদাই করি অসংলগ্ন ভাবে
অতিত, বর্তমান, ভবিষ্যৎ
মিলে মিশে একাকার হয়ে যায়
সব বিশ্বাস, অবিশ্বাস, ঘৃণা
ভালবাসা, ভয় - একে একে
জায়গা করে নেয় দেয়ালে.....

No comments: