Saturday, February 06, 2016

স্বপ্নগুলো

স্বপ্ন কবে হারিয়েছে
পাইনা আজ আর খুজে
কি যে ছিল স্বপ্ন আমার
হাতড়ে বেড়াই তার খোঁজে

চাওয়া পাওয়া সেটাই বা কি
কি হয় তা পাওয়া গেলে
চাওয়ার হয়ত কিছু ছিল
পাওয়ার আশা কাকে বলে

জীবনের এই নিষপেশনে
হাতহদাইয়ে আর যাঁতাকলে
যাচ্ছে বয়ে সময় স্রোতে
ধুয়ে মুছে স্বপ্নগুলো কতকালে

আশায় আশায় বুক বেঁধে রই
হয়ত পাব অন্য দিনে অন্যখানে
হয়ত পাবে পরের জনম স্বপ্নগুলো
তখন কি আর থাকবে মনে

No comments: