যে তোরে ফিরায় দিছে
তার পিছে কেন মরিস ঘুরে
কিসের দেখে কিসের আসে
তারেও তুই ফিরায় দে
বুঝুক তখন কষ্ট কিসে
দিয়েছিলি খালি করে
যা ছিল তোর চাষে
গোলাভরা ফসল ছিল
দুঃখ ছিল তোর কিসে
কি দেখে তুই পাগল হলি
চাইলি বাঁধতে আষ্টেপিষ্ঠে
বাঁধন কি তোর পোক্ত ছিল
বেঁধে ছিলি কেমন ভালবেসে
তারেও তুই ফিরায় দে
বুঝুক তখন কষ্ট কিসে
No comments:
Post a Comment