Friday, November 20, 2015

কোন ভাবি

আমি ভাবি আর সে ভাবে
সেতো ভাবি আমি তার ভাবে

সব ভয় হয় ভাবনায়
কি যে সবে ভাবে তায়

ভাবির ভাবনার যাতনায়
ভাব্য কি ভেবে দেখা যায়

যায় তালগোল পাকিয়ে
ভাবনা বসে যায় যাকিয়ে

এ কোন ভাবির ভাবনা
যে আসবে তার যাতনা

ভুল বোঝা অবসান
ভাবি নয় বর্তমান

Saturday, November 14, 2015

কষ্ট কিসে

যে তোরে ফিরায় দিছে
তার পিছে কেন মরিস ঘুরে
কিসের দেখে কিসের আসে
তারেও তুই ফিরায় দে
বুঝুক তখন কষ্ট কিসে
দিয়েছিলি খালি করে
যা ছিল তোর চাষে
গোলাভরা ফসল ছিল
দুঃখ ছিল তোর কিসে
কি দেখে তুই পাগল হলি
চাইলি বাঁধতে আষ্টেপিষ্ঠে
বাঁধন কি তোর পোক্ত ছিল
বেঁধে ছিলি কেমন ভালবেসে
তারেও তুই ফিরায় দে
বুঝুক তখন কষ্ট কিসে