কত কথার ফুলঝুরি
চলার পথে পথ চুরি
এড়িয়ে যাবার ছুতা
নানান রকম ভনিতা
ছল চাতুরির প্রতিদিন
অন্ধ হয়ে আর কতদিন
মিথ্যা কথার বোঝা বয়ে
না বোঝার ব্যাথা সয়ে
এখন সময় বলার
খোলো আগল তোমার
মিথ্যা প্রেমের মায়া ছিঁড়ে
এগিয়ে এসো নাও কেড়ে
Some people will think like you. Some people will never think like you. This is life. We are not same. This is reality. অনেকজন পাবেন যারা আপনার মত ভাবেন। আবার অনেকজন আপনার মত ভাবেন না। এটাই জীবন। আমরা কেউ এক রকম নই। এটাই বাস্তবতা।
কত কথার ফুলঝুরি
চলার পথে পথ চুরি
এড়িয়ে যাবার ছুতা
নানান রকম ভনিতা
ছল চাতুরির প্রতিদিন
অন্ধ হয়ে আর কতদিন
মিথ্যা কথার বোঝা বয়ে
না বোঝার ব্যাথা সয়ে
এখন সময় বলার
খোলো আগল তোমার
মিথ্যা প্রেমের মায়া ছিঁড়ে
এগিয়ে এসো নাও কেড়ে
অস্থির চলাফেরা
নেশাচ্ছন্ন চাহুনি
এলোমেলো বাহুডোরা
অসংলগ্ন বাঁধুনী
সময় চলে যায়
নিশ্চুপ দোলাচল
চুমুকে নেমে যায়
হিম ঠান্ডা গরল
সুরেলা অফবিট
অবিনস্ত কথন
বেসুরা মনযোগ
সময়ের বন্ধন
নষ্ট কথার ফুলঝুরি
নষ্ট আবেগে ভুল করি
নষ্ট ভাবনায় ডুবে থাকি
নষ্ট বেদনায় যায় ঝুকি
নষ্ট আদরে মাখামাখি
নষ্ট ভালবাসায় মুখ রাখি
নষ্ট জনের কাছে টানি
নষ্ট মনেরে যতনে দানি
নষ্ট নিয়মে চলাচল
নষ্ট অবয়বে শতদল
নষ্ট হতে যে নেই বাঁধা
নষ্ট না হতেই কষ্ট সাধা