কোথায় যেন
বৃষ্টির ভার
বইতে না পেরে আকাশ
ভেঙে পড়ছে আরশিতে ..
সেইসব ওম ...
মাঝিরা নৌকো থেকে
খসে গেছে কবে ...
জানতেও পারিনি ...
সেইসব গাছ , যারা
মধু আর রেশমের লোভে
জোনাকি ছুঁয়েছিল একদিন ..
তারা কি এখনো ক্লোরোফিল বনে
ঘোরাঘুরি করে ?
ব-দ্বীপের দোহাই দিয়ে
সবুজ পাতার মধ্যমায়
তাঁতফুল খোঁজে ?
আঙটি পরায় ?
আলতা পরে পায়ে ?
নাকি অন্যরঙের প্রজাপতিতে
বসতি বানায় ..
আতুর পাখায় যাদের
কুসুম কুসুম ঘাম ..
নতুন নাম ...
অরণ্যের পরনে ...
বইতে না পেরে আকাশ
ভেঙে পড়ছে আরশিতে ..
সেইসব ওম ...
মাঝিরা নৌকো থেকে
খসে গেছে কবে ...
জানতেও পারিনি ...
সেইসব গাছ , যারা
মধু আর রেশমের লোভে
জোনাকি ছুঁয়েছিল একদিন ..
তারা কি এখনো ক্লোরোফিল বনে
ঘোরাঘুরি করে ?
ব-দ্বীপের দোহাই দিয়ে
সবুজ পাতার মধ্যমায়
তাঁতফুল খোঁজে ?
আঙটি পরায় ?
আলতা পরে পায়ে ?
নাকি অন্যরঙের প্রজাপতিতে
বসতি বানায় ..
আতুর পাখায় যাদের
কুসুম কুসুম ঘাম ..
নতুন নাম ...
অরণ্যের পরনে ...
No comments:
Post a Comment