Sunday, November 15, 2020

আর কত

জীবনের সাথে কিছুতেই বনিবনা হলোনা আমার
জীবনকে তাই ছেড়ে দিলাম
সংসার করুক
বাড়িভাড়া দিক
রিকসা না পেলে ঘর্মাক্ত হেঁটে হেঁটে অফিস যাক
বাচ্চাদের স্কুলের বেতন
বাজারের দুর্গন্ধে ঘুরে ঘুরে ফরমালিন কিনুক
পদোন্নতির আশায় আশায় 
বসের নিরস খ্যাচখ্যাচ নিরবে সয়ে যাক
সন্তানদের নতুন পোশাক কিনে দিক উৎসবে
তার নিজেরও একটা বটলগ্রীন শার্ট কেনার ইচ্ছা ছিলো
কেউ জিজ্ঞেস না করুক তাকে
মাঝে মাঝে স্ত্রীর মাথাটা টলকে ওঠে
সে কথাটাতে কান না দিক
যা ইচ্ছে করুক জীবন
খুলে পড়া বোতামের মত ওকে আমি বারবার খুঁজে খুঁজে 
লাগিয়ে নিয়েছি শার্টে
আর না
আর কত?

লেখক: মাসুম রেজা